সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। শুক্রবার সন্ধায় মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দিন মোশাহেদুল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বশর, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, এলজিইডির ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির মো: রুহুল আমিন, সোনাগাজী পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি।