ফেনী
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের দুর্নীতির তদন্ত শুরু ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল! ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন ফাজিলপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা-নগদ অর্থ বিতরণ  ৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতা 

মহাসড়কের দুর্ভোগ থেকে মুক্তি ও চলমান কাজের সুফল পেতে ধৈর্য ধরুন

নিজস্ব প্রতিবেদক-মহাসড়কের দুর্ভোগ থেকে মুক্তি ও চলমান কাজের সুফল পেতে আরও ধৈর্য ধরতে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের সম্পূরক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের বাস্তবতা বুঝতে হবে। এ বছরে টানা নয় মাস বৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণ। তিন দফায় বন্যা। এই দুর্যোগের কীভাবে আমরা মোকাবিলা করব। বৃষ্টির মধ্যে কি কাজ করা যাবে? ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সময়মতো শেষ হবে। রাস্তা করতে একটু সময় লাগবে, তবে সময়মতো কাজ শেষ হবে।’

মন্ত্রী জাতীয় পার্টির এই সদস্যকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারাও ক্ষমতায় ছিলেন, কিন্তু করেননি। একটি বড় রাস্তা করা হচ্ছে। চার লেন করার একটা যন্ত্রণা আছে, জন্মযন্ত্রণা। প্রশস্ত রাস্তা করা হচ্ছে। আমাদের এটা মেনে নেওয়া উচিত। কারণ মেয়র হানিফ ফ্লাইওভার নিয়ে মানুষের কত দুর্ভোগ, কত কষ্ট ছিল। এখন আড়াই ঘণ্টার জায়গায় আড়াই মিনিট লাগছে। সুতরাং ধৈর্য ধরুন।’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার ও বেগম উম্মে রাজিয়া কাজলের সম্পূরক প্রশ্নের জবাবে পদ্মা সেতুর নির্মাণ কার‌্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। আগামী মাসের মধ্যে বসবে আরও দুটি স্প্যান। তৃতীয় স্প্যানের পর সাত থেকে ১০ দিনের ব্যবধানে স্প্যান বসতে থাকবে। এভাবে ৪১টি স্প্যান বসানো হবে। ওগুলোতে কিন্তু অত সময় লাগবে না। যেকোনো ওয়েদারে কার্যক্রম চলতে থাকবে।’

পদ্মা সেতু দৃশ্যমানে প্রধানমন্ত্রীর না থাকার আক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই রকম ঐতিহাসিক আয়োজন এই রকম একটি ঐতিহাসিক মুহূর্তে সবারই ইচ্ছা ছিল সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ উদ্বোধন করবেন। কিন্তু অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী দেশে থাকতে পারেননি। প্রধানমন্ত্রীর জন্য আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি জবাবে বলেছিলেন, ‘এক মিনিটও পদ্মা সেতুর কাজ বিলম্বিত হবে না’। আমি পরে গিয়ে কাজ দেখে আসব।

ট্যাগ :

আরও পড়ুন


Logo