স্টাফ রিপোর্টার-ফেনী শহরের মহিপালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি ও তৈরির দায়ে ফুড পার্ক’র মো:শহীদকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শ্যামেল চন্দ্র বসাক।অভিযানকালে ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বনিক উপস্থিত ছিলেন।