ফেনী
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহিপালে নজর কাড়ছে ‘আল্লাহ- মুহাম্মদের’ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ এর নামে ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকালে মিয়াজী বাড়ী সড়কের মাথায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন।

পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন, পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভার অর্থায়নে ভাষ্কর্য নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট কনস্ট্রাকশন। এর উচ্চতা সাড়ে ১৪ ফিট। সুউচ্চে আরবী অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে।

এদিকে ভাস্কর্যের ছবি বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার থেকে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসে। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্যবর্ধণ করায় সেখানকার মানুষ খুশি। মহাসড়কে যাতায়াতকারিরাও বেশ প্রশংসা করছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!