করোনায় কর্মহীন, অসহায় ও দুঃস্থ ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল সংলগ্ন মিয়াজীর ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফসহ রাজনৈতিক ৯ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।