ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে শহরের মহিপাল কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, পৌর সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উল্লাহ সাব্বির, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু, ফেনী সরকারী কলেজ সাধারণ সম্পাদক রবিউল হক রবিন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির আয়োজন করেন ফেনী পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ।