স্টাফ রিপোর্টার-ফেনীর মহিপালে ৪শত পিস ইয়াবাসহ অলি উল্লাহ ফারুক (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ওই স্থান থেকে তাকে গ্রেফতার করেছে। সে ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের বাসীন্দা।
পুলিশ সুত্র জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিওিতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে ওলি উল্লাহ কে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পুলিশ ৪ শত পিস ইয়াবা উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসায় জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।