ফেনী
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান ড. ইউনূসের ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ বাংলাদেশকে করিডোর দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান বৃহত্তর নোয়াখালী সোসাইটি উত্তরা’র দোয়া ও ইফতার মাহফিল ইয়াং স্টার ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল ফসলি জমির মাটিকাটা রোধে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,এস্কেভেটর-ট্রাক জব্দ বালিগাঁওয়ে প্রতিপক্ষের বাধায় থমকে গেল ব্যবসায়ীর গৃহ নির্মাণ,হামলার অভিযোগ

মাঠের বাইরেও আমাদের দায়িত্বশীল হতে হবে-মাশরাফি

 
ক্রীড়া প্রতিবেদক-খেলোয়াড়রা হল দেশের রোল মডেল। তাদের সবাই অনুসরণ করে। বিশেষ করে এখন যারা কিশোর তারা স্বপ্ন দেখে সাকিব-তামিম হওয়ার। যাদের তারা রোল মডেল হিসেবে মানে তাদেরকে মাঠেই নয় মাঠের বাইরেও দায়িত্বশীল হতে হবে। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান রুম্মন এবং তামিম ইকবালের শাস্তি প্রসঙ্গে এভাবেই বলেন মাশরাফি বিন মুর্তাজা।

জাতীয় লিগে ‘ম্যাও’ বলার অপরাধে এক কিশোরকে চরথাপ্পর মারেন সাব্বির। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২০ লাখ টাকা জরিমানা সঙ্গে ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। শুধু তাই নয় বিসিবির চুক্তি থেকেও সাব্বিরকে বাদ দেয়া হয়। অন্যদিকে বিপিএলে উইকেট নিয়ে মন্তব্য করায় তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানাকরেছে বিসিবি।

সাব্বির-তামিমের শাস্তি নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বলেন, ‘আমরা সবাই বিসিবির অধীনে। এটা মেনে নেয়াটাও দায়িত্ব। একই সঙ্গে আমাদের সবাই ফলো করে। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব।’

শাস্তি যা হয়েছে সেটা ওদের মেনে নেয়া উচিৎ জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের এইঅধিনায়ক বলেন, ‘যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনআমরা কোনমিসটেক না করি। সাব্বিরের সঙ্গেহয়েছে। এটা যেন অন্য কারো সঙ্গে না হয়। এমন কি আমার সঙ্গেও।’

ক্রিকেটার হিসেবেমাঠে পারফর্ম করার পাশাপাশি বাইরেও আমাদের সিরিয়াস থাকতে হবে।এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি। এটাও আমাদের ঠিক রাখা উচিত।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!