স্টাফ রিপোর্টারঃ ফেনীতে মাদকের বিরুদ্ধে অব্যাহত মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে জেলা প্রশাসন।এর অংশ হিসেবে বুধবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হারুনকে আটক করা হয় ও নুর আলম নামের আরেক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
জানা যায়, বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠান নগরে রৌশন কাজিবাড়ি থেকে ১৯ পিস ইয়াবাসহ ব্যবসায়ী নুর আলম (৩৮)কে আটক করে ১ বছরের কারাদন্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
পরে ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দ পুরের বনা দরবেশের বাড়ি থেকে হারুন (৩৫)কে ১ শ ৭৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল ভারতীয় হুইস্কি ও ১ পিস ইয়াবাসহ আটক করে টাস্কফোর্সের নেতৃত্বে মোবাইল কোর্ট। হারুনের পিতার নাম মৃত আব্দুর রউফ।সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীর ৬০ নম্বর তালিকায় রয়েছে। হারুনের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় আনন্দ ব্রিকসের মালিক আব্দুল কুদ্দুসের বাড়ি, সালমা সওদাগর বাড়ি ও ব্রিক ফিল্ডে। আব্দুল কুদ্দুসের ছেলে আবদুল হালিম জামশেদ এলাকার আনন্দপুরের মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক। পুরো ব্রিক ফিল্ড জুড়ে চলছে রমরমা মাদক ব্যবসা। জামশেদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরো ৭৫ বোতল ফেন্সিডিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা মো: হারুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।
এছাড়া পলাতক জামশেদের বিরুদ্ধে মামলা রুজু করারও নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ, পরিদর্শক মো: ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।