পরশুরাম প্রতিনিধি-
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
মেলায় ১৮টি স্টল অংশগ্রহন নেয়।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।