ফেনী
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

মেসির পানেনকা ফ্রিকিক

বার্সেলোনার ইতিহাসের সেরা তিনটি গোলই লিওনেল মেসির। আর্জেন্টাইন জাদুকরের অনিন্দ্য সুন্দর গোলের তালিকা আরও ঋদ্ধ হল শনিবার। লা লিগায় এদিন মেসির জোড়া গোলে এস্পানলকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে মেসির প্রথম গোলটি। উপস্থিত বুদ্ধি ও দক্ষতার মিশেলে ৭১ মিনিটে ফ্রিকিকে করা গোলটি এক কথায় অবিশ্বাস্য।

পানেনকা পেনাল্টির সঙ্গে এখন সবাই পরিচিত। গোলকিপারকে বোকা বানাতে অনেকেই পোস্টের মাঝ বরাবর স্পটকিক নেন। এ ধরনের শটকে বলা হয় পানেনকা পেনাল্টি। অধিকাংশ ক্ষেত্রেই পানেনকা শট লক্ষ্যভ্রষ্ট হয়। সেখানে মেসি কিনা গোল করলেন পানেনকা ফ্রিকিকে! গত পরশু কাতালান ডার্বিতে একের পর এক আক্রমণ করেও এস্পানলের গোল মুখ খুলতে পারছিল না বার্সা।

৭১ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক আদায়ের পর মেসি তাই সিদ্ধান্ত নিলেন অভিনব কিছু করে দেখাতে হবে। ফ্রিকিক নেয়ার আগে অবশ্য বোঝা যায়নি ২০ গজ দূর থেকে কী চমক দেখাতে যাচ্ছেন তিনি। এস্পানল গোলকিপার পোস্টের ডানদিকে সরে দাঁড়িয়েছিলেন। অধিনায়ক ভিক্টর সানচেজ ছিলেন বাঁ প্রান্তে। মাঝে রক্ষণপ্রাচীর। সবাইকে হতভম্ব করে আলতো শটে মানবদেয়ালের ওপর দিয়ে একদম মাঝ বরাবর নিশানা করলেন মেসি।

শূন্যে বাঁক খেয়ে বল জালে জড়িয়ে যাচ্ছে দেখে একটু সরে এসে হেডে বল ক্লিয়ারের মরিয়া চেষ্টা চালান সানচেজ। কিন্তু লাভ হয়নি। বল তার মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। ৮৯ মিনিটে আরেকবার এস্পানলের বুকে ছুরি চালান মেসি। কিন্তু প্রথম গোলটি ছাপিয়ে গেছে সবকিছুই।

মেসি যে এমন ভেলকি দেখাবেন তা স্বয়ং বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দেও ভাবতে পারেননি, ‘সে যে এভাবে ফ্রিকিক নেবে তা আমার ধারণায়ও ছিল না। এটা পরিকল্পিত ছিল বলতে পারলে ভালোই লাগত। কিন্তু ব্যাপারটি সেরকম নয়। পুরোটাই মেসির কৃতিত্ব। আমার সঙ্গে কথা বলার দরকার হয়নি তার। যে দলেই খেলুক না কেন, মেসি সমান কার্যকর। অস্ট্রেলিয়ায় খেললেও সে এমন জাদু দেখাত। তাকে পেয়ে আমরা ভাগ্যবান।’

মেসির প্রাপ্তি শুধু প্রশংসাই নয়। লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৩৪ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়েছেন বার্সা অধিনায়ক। এতদিন এই রেকর্ড ছিল সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের একার দখলে। আর একটি জয়েই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন মেসি। বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ইনিয়েস্তাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি (৬৭৫)।

এ মৌসুমে লা লিগায় ৩১ ও সব মিলিয়ে করেছেন ৪১ গোল। লা লিগায় টানা আট মৌসুমে অন্তত ৩০ গোল করা প্রথম ফুটবলার মেসি। সবমিলিয়ে এক দশক ধরে প্রতি মৌসুমে অন্তত ৪০ গোল করার কীর্তিও অনন্য। মেসি জাদুতে লা লিগার শিরোপা দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের (৫৯) চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা (৬৯)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo