ক্রীড়া প্রতিবেদক-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে উঠার আসল লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে রীতিমত বিধ্বস্ত হলো রংপুর রাইডার্স। মিরপুরে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বোলারদের তোপে ৯৭ রানেই অলআউট হয়ে যায় মাশরাফি-গেইলরা। মূলত রংপুরের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন কুমিল্লার দুই ‘অস্ত্র’ মেহেদী হাসান এবং সাইফুদ্দিন। মেহেদী ৪টি আর সাইফুদ্দিন তুলে নিয়েছেন ৩টি উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় রংপুর। দলের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে খালি হাতেই মাঠছাড়া করেন মেহেদী হাসান। শুরুর ধাক্কা সামাল দেওয়ার আগে আরেক ওপেনার জিয়াউর রহমানকে বিদায় করেন সেই মেহেদী। দ্রুত দুই উইকেট খুইয়ে অনেকটা ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন। তৃতীয় উইকেটে ম্যাককুলাম এবং মিথুন খানিকটা লড়াই করলেও বেশিদূর যেতে পারেনি এই জুটি।
ব্যক্তিগত ২৪ রান করে মেহেদীর কুইক ডেলিভারিতে সাজঘরে ফিরতে হয়েছে ম্যাককুলামকে। মিথুনকে ফেরান সাইফুদ্দিন। বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে কেবল দুই অঙ্কের ঘরে নাম লেখান সোহাগ গাজী। কুমিল্লার হয়ে মেহেদীর ৪, সাইফুদ্দিনের ৩ উইকেটের পাশাপাশি ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন হাসান আলী এবং আল-আমিন হোসেন।
অদ্যাবধি ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত হয়ে গেছে তামিমদের। অপরদিকে ৯ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে মাশরাফির দল। রংপুরের সামনে শেষ চারের আশা এখনো ঝকঝকে। বাকী ৩ ম্যাচের দু’টিতে জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে রংপুরের।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, জস বাটলার, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, মুজিব-উর-রেহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান আলী, মেহেদী হাসান এবং আল-আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, জিয়াউর রহমান, চামারা কাপুগেদারা, ইসুরু উদানা এবং সোহাগ গাজী।