শহর প্রতিনিধি-যথাযোগ্য মর্যাদায় ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত উড়াই বিজয় নিশান অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম।
জেলা প্রশাসনের আয়োজনে ও স্টার লাইন গ্রুপের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম,ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন,সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান ।
অনুষ্ঠান উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিজয় নিশান উড়ায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান,কবিতা উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর শিল্পীরা।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।