স্টাফ রিপোর্টার-ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পিতা ফয়েজ আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১০ টায় ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে মরহুমের প্রথম জানাযা শেষে বিকাল বাদ আসর পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
প্রথম জানাযায় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক,সাধারন সম্পাদক হারুনুর রশীদ,ঢাকা দক্ষিন সিটি মেয়র সাঈদ খোকন,ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৫.৫৭ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।