শহর প্রতিনিধি-ফেনীতে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সরওয়ার হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফকির আহম্মদ ও ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাজুকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।বুধবার পৌর যুবলীগে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তাদের স্থলে ৫নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বর্তমান সহ-সভাপতি কাজী ওয়াজেদ, ৬নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ও ১২ নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান যুগ্ন-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়।
পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূঞা, যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল ও তৌহিদুর রহমান হানিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।