ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

রোটারী ক্লাব অব ফেনী সিটির অফিসিয়াল ক্লাব ভিজিট করলেন জেলা গভর্ণর

 

শহর প্রতিনিধি-রোটারী ক্লাব অব ফেনী সিটির ২০১৭-১৮ রোটা বর্ষের অফিসিয়াল ক্লাব ভিজিট করলেন জেলা গভর্ণর। শনিবার সকালে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডস্থ একটি রেষ্টুরেন্টে এ কার্যক্রম সম্পন্ন হয়। ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়্যব চৌধুরী ক্লাব ভিজিট অনুষ্ঠানের নেতৃত্ব দেন। এসময় ডিস্ট্রিক্ট অফিসিয়াল নেতৃবৃন্দের মধ্যে ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি ফারজানা হক রুপসা, ডেপুটি গর্ভণর পিপি জালাল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্ণর সিপি আবদুল আউয়াল সবুজ, ডেপুটি সেক্রেটারী পিপি মোমিনুল হক চৌধুরী ও এসিস্ট্যান্ট সেক্রেটারী পিপি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

এছাড়াও রোটারী ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট জানে আলম ভূঁইয়া পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াছ, সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির, জয়েন্ট সেক্রেটারী রিয়াজ উদ্দিন নোবেল, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, ডিরেক্টর জহির উদ্দিন ভূঁইয়া ও প্রস্তাবিত রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মু. শহীদুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক্সক্লুসিভ পর্বে ২০১৬-১৭ রোটা বর্ষের কার্যক্রম এবং ২০১৭-১৮ রোটা বর্ষে ক্লাবটির কর্মপরিকল্পনা উপস্থাপন করা হইলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন জেলা গভর্ণর। 

ক্লাব এ্যাসেম্বলী পর্বে গভর্ণর রোটারীর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত প্রত্যেক কার্যকরী বোর্ড মেম্বার ও সদস্যদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একজন অসহায় নারীকে স্বাভলম্বী করতে সহযোগীতা স্বরুপ ক্লাবের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদানের মাধ্যমে উক্ত ডিজি অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo