ফেনী
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের দুর্নীতির তদন্ত শুরু ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল! ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন ফাজিলপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা-নগদ অর্থ বিতরণ  ৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতা 

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনীঅপূর্বের কমিটি গঠন

আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর পরপর পাচঁ বার প্রেসিডেন্সিয়াল সাইটেশন প্রাপ্ত ক্লাব রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর ৫ম ক্লাব সম্মেলনে রোটার‌্যাক্টর ফরহাদ উদ্দিন ভূঞাঁ পাশা প্রেসিডেন্ট ইলেক্ট (২০২০-২১), শরাফাত উল মিল্লাত ইপুল প্রেসিডেন্ট নমিনি (২০২১-২২) ও সোহরাব হোসেন রোটাবর্ষ (২০২০-২১) এর জন্য সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধায় অনলাইনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোটার‌্যাক্ট সভাপতি মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, ক্লাব সভাপতি এডভোকেট রাশেদ মাযহার, রোটার‌্যাক্ট কমিটি ক্লাব এডভাইজার আতিকুর রহমান শিভলী, ক্লাব এডভাইজার ২০-২১ পিপি হানিফ মজুমদার মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর ডি আর আর আব্দুল আহাদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী সি.পি আরাফাত উল মিল্লাত দিপুল, ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিপি মাখজাম হায়দার মিরাজ, রিজোনাল রিপ্রেজেন্টেটিভ নাজমুদ্দিন জিকু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট ও জোনাল রিপ্রেজেন্টেটিভ মু. শহীদ পাটোয়ারী, ওসমান গনী রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট সাহাব উদ্দিন, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের সভাপতি আবুল হাসান বাহার, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার পিপি জামাল উদ্দিন সাবিদ, সভাপতি সজিব মজুমদার, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর সেক্রেটারী হোসাইন মাহমুদ সুজন ও ক্লাবের অন্যান্য সদস্য সহ ফেনী জোনের বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ। উক্ত ক্লাব সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দিদারুল আলম, সহকারী লুৎফুর রহমান রুবেল, আবুল হাসনাত ফরহাদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo