ফেনী
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

রোবোটিক্সে সেরা হল ফেনীর ছেলে সানি-মুন্না

 

কথা ডেস্ক-রোবোটিক্স কৌশল ব্যবহার করে  ‘ধর্ষন প্রতিরোধ’ করতে বিজ্ঞান ভিত্তিক প্রকল্প বানিয়ে সেরা হয়েছে ফেনীর ছেলে সানি-মুন্না । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর রোবটিক্স বিষয়ক ক্লাব ‘বুয়েট রোবটিক্স সোসাইটি’র (বিআরএস) আয়োজিত দেশের সর্ববৃহৎ রোবটিক্স বিষয়ক প্রোগ্রাম- “বিআরএস রোবো কার্নিভাল ২০১৭’ তে প্রজেক্ট প্রদর্শনীতে সেরা হয়েছে ফেনী সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের ‘স্পাইকা’ টিম মেম্বার সানি ও মুন্নার উদ্ভাবিত প্রজেক্ট ‘প্রিভেন্ট রেপ’ বা ‘ধর্ষন প্রতিরোধ’ প্রকল্পটি। অংশগ্রহণকারী ১২টি টিমের মধ্যে প্রজেক্ট প্রেজেন্টেশনের ফাইনালে সবার সেরা হয়ে পুরস্কার পেয়েছে তারা।

ফেনী সরকারি কলেজের  দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সানি ও জুবায়ের হাসান মুন্নার দল স্পাইকার উদ্ভাবিত ‘প্রিভেন্ট রেপ’ প্রজেক্টের মাধ্যমে একজন নারী তার আত্মরক্ষা করতে পারবে।

24210105_1159383740830617_6854033031576179318_o

টিমের দলনেতা আবু সাঈদ জানিয়েছে, ‘ধর্ষণ’ বাংলাদেশে বড় একটি সামাজিক সমস্যা। এর মাধ্যমে একজন নারী যেমন নিজের আত্মরক্ষা করতে পারবে, তেমনি অপরাধীকেও ধরে ফেলতে পারবে। ‘ গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দুদিন ব্যাপী বুয়েটের তড়িৎ এবং ইলেকট্টনিক কৌশল বিভাগের ভবনে আয়োজিত এ রোবোট্রিক্স প্রতিযোগিতার প্রথম দিনে কার্নিভালের উদ্বোধন ও লাইন ফোলো, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, পাথফাইন্ডার এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার প্রতিযোগিতার প্রজেক্ট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছিল। আর তাতে প্রজেক্ট প্রেজেন্টেশনে ১২টি দলের মধ্যে সেরা হয়ে পুরস্কার পেয়েছে ফেনীর সানি ও মুন্না।

বিআরএস’র আয়োজনে রোবটিক্সের প্রয়োগমূলক দিকের প্রতি জোর দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশ থেকে আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা অংশ নেয়। তাতে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ৩টি দলকে নগদ পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

সারা দেশ থেকে প্রতিভা অন্বেষণে বিগত ২০১৬ সাল থেকে বিআরএস এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গত ৩০ নভেম্বর উদ্বোধন ও ১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠিত হয়। এবারের প্রজেক্ট প্রেজেন্টেশন এর ফাইনাল রাউন্ডের জন্য ১২টি দলকে বাছাই করা হয়। এর মধ্যে প্রজেক্ট প্রেজেন্টশনে সেরা হয় ফেনী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের স্পাইকা টিম।

ফেনী সরকারী ক্লাবের বিজ্ঞান ক্লাবের দপ্তর সম্পাদক আবু সাইদ মুন্না ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়ে জেলায় সেরা হয়েছিল। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির ৩য় বিজ্ঞান মেলা, চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিল। জুবায়ের হাসান মুন্না এর আগে নটরডেম কলেজ আয়োজিত বিজ্ঞান মেলায় সারা দেশে ৩য় স্থান অর্জন করেছিল।

সানি বলেছে, সবার সেরা হয়ে যেন স্বপ্ন সত্যি হয়েছে। এজন্য তার দলকে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo