ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে.জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) এর প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ২০১৯-২০২০ অর্থ বছরের ১ম কিস্তিতে ৯৪ টি হোম সোলার মোট তেইশ লাখ আটান্ন হাজার নব্বই টাকা এবং ১১২ টি স্ট্রীট লাইট যার মুল্য তেষট্টি লাখ ছাব্বিশ হাজার আটশত আশি টাকা।
সর্বমোট ছিয়াশি লক্ষ চুরাশি হাজার নয়শত সত্তর টাকা সোলার ও স্ট্রীট লাইট সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,স্কুল-কলেজ,গুরুত্বপুর্ণ রাস্তার মোড়ের অন্ধকারাছন্ন এলাকায় স্থাপন এবং দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।