ফেনীতে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে পরিবেশ নষ্ট করার দায়ে ৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
সূত্র জানায়, চাঁদপুর এলাকায় রাতের আঁধারে মাটি নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কাটার দায়ে ছয় ব্যক্তিকে আটক করা হয়।পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী নদী তীরবর্তী মাটি কাটার দায়ে মো. জয়নাল আবেদীনকে (৫২) ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. ইসমাইলকে (৩৫) ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. সাদ্দামকে (৩৩) ৩ মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. আরিফ (৩৫), মো. ইসরাফিল (২৩) ও মো. জাহাঙ্গীরকে (৩৫) ১ মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়।এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুটি হেফাজতে রাখা হয়েছে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মাটি দস্যুদের দৌরাত্ম্যে ফেনী সদরে আশঙ্কাজনক হারে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়ছে নদী-খাল।এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল) এবং নদীর পাড়ের মাটি ও বালু। মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়ও।
তিনি আরও বলেন, গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমি চাষ করা হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন ফসল উৎপাদন কমে যাচ্ছে। ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।এসব গণশত্রুদের রুখে দিতে অভিযান অব্যাহত থাকবে।