ফেনী
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লেমুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার লেমুয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: বেলাল প্রকাশ টুনি বেলাল(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ওই ইউনিয়নের রেষ্ট হাউজ সংলগ্ন স্থান থেকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে  বোগদাদিয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল।এসময় ১০০ পিস ইয়াবাসহ টুনি বেলালকে গ্রেফতার করে পুলিশ। তাকে আসামী করে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন এএসআই মিজানুর রহমান।মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।সে পূর্ব সিলোনিয়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন,মাদক নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo