ফেনী
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২২
, ২০শে রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

শতবর্ষ উদযাপনে আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজ,দিনব্যাপী নানা আয়োজন

 

 

সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজ শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।এ উপলক্ষে শনিবার সকাল থেকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ৮ টায় উদ্বোধন পর্বে জাতীয় ও শতবর্ষ উদযাপনের পতাকা উত্তোলন,বেলুন-পায়রা উড়ানো এবং  বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এ পর্বে  প্রধান  অতিথি থাকবেন  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

 

25551856_2002328476692995_5285978466215983613_n

বিশেষ অতিথি হিসেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপিকা শিরিন আক্তার,ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,বিশিষ্ট শিক্ষাবিদ ও গভেষক লক্ষী লাহা,অধ্যাপিকা দেব কন্যা সেন,মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শাহ,মাহবুব ক্লিনিকের পরিচালক ডাক্তার মাহবুবুল হক,সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।

মধ্যাহ্ন ভোজ,আড্ডা-স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সমাপ্তি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।

এদিকে শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যানার -তোরনে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থলসহ পুরো এলাকা।প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা টি-শার্ট , ম্যাগাজিন ও ক্রেষ্টসহ নানা আয়োজন করেছে।ইতিমধ্যে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ও মঞ্জ এর কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।

প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র মিরাজ ওয়াহিদ জানান,শতবর্ষ উদযাপনে সবার সাথে একত্রিত হয়ে আনন্দ  করতে পারব।যা অন্য সময়ে কল্পনা করা যায়না।

 

25587803_1575379292556287_5215525718732136545_o

বিষয়টি নিয়ে আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী সাইদুল্লাহ মাহফুজ এক প্রতিক্রিয়ায় বলেন,শতবর্ষ উদযাপন ঘিরে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করছে।প্রবীন ও নবীন  শিক্ষার্থীদের সমন্বয়ে শতবর্ষ উদযাপন মিলনমেলায় পরিনত হবে।

এ ব্যাপারে শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ও ফেনী-৩ আসনের এমপি পদ প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন ফেনীর কথা ডটকমকে জানান,  ১৯১৭ সালে বিশিষ্ট শিক্ষাবিদ ও গভেষক ভবানী চরণ লাহা আমিরাবাদ বি.সি লাহা স্কুলটি প্রতিষ্ঠা করে এলাকার ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ করে দেন।ফলে এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে অন্যত্র গিয়ে উচ্চ শিক্ষা গ্রহন করে জাতীয় পর্যায়ে অনেকেই অবদান রেখে আসছে।প্রতিষ্ঠানটির নবীন ও প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে শতবর্ষ উদযাপন মিলনমেলায় পরিনত হবে।আর অনুষ্ঠানের সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে তিনি জানান।

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo