স্টাফ রিপোর্টার-বর্ণাট্য আয়োজনে ফেনী সমিতি ঢাকার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা শাহজাহানপুর রেলওয়ে স্টেশন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটি বিশিষ্ট্যজনদের মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সাধারন সম্পাদক হারুন অর রশীদ, ঢাকা মহানগর দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, বিশিষ্ট্য ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরীসহ ঢাকাস্থ ফেনীবাসি্র গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ফেনী সমিতি ঢাকার সভাপতি ফজলুল করিম চৌধুরী স্বপন। পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক শেখ আব্দুল্লাহ। অনুষ্ঠানে মেজবান ও রক্তদান কর্মসুচিসহ নানা আয়োজন করা হয়।