ফেনী
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শীতের বিদায়!

 

 

হামিম উল কবির-জানুয়ারির প্রথম দিকে তীব্র শীতের কাঁপুনি তৃতীয় সপ্তাহ পর্যন্ত চললেও সামনের দিনগুলোতে আর তেমন শীত পড়বে না। কমে আসবে ঠাণ্ডার মাত্রা। উত্তর-পশ্চিম দিকে থেকে বয়ে যাওয়া প্রচণ্ড ঠাণ্ডা বায়ুপ্রবাহ ‘জেট স্ট্রিম’ আগের অবস্থানে থেকে আরো উত্তর দিকে সরে গেছে। ফলে দক্ষিণ দিক থেকে অপেক্ষাকৃত উষ্ণ প্রবাহ আরো উত্তরের দিকে অবস্থান নিয়েছে। এ কারণে গতকাল শুক্রবার অন্যান্য দিনের চেয়ে আহাওয়া আগের চেয়ে অনেকটা গরম ছিল। জেট স্ট্রিমে তাপমাত্রা অনেক কম থাকে এবং এটা বাংলাদেশের আকাশে ১২ মাইল ওপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘মেটিওস্যাট’ নামক কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার ভারত মহাসাগরের ওপর প্রতিনিয়ত অবস্থান করে এ অঞ্চলের দেশগুলো বায়ুমণ্ডলে উপস্থিত জলীয়বাষ্প, মেঘ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ফরেস্ট ফায়ার, ধুলোবালি, কুয়াশা, তুষারপাতের সংগ্রহীত ছবি থেকে বিশ্লেষণ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসায়’ গবেষণারত জলবায়ু ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ গতকাল শুক্রবার নয়া দিগন্তকে জানিয়েছেন এ তথ্য।

তিনি গতকাল ভোর ৫টার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বলেন, বাংলাদেশে সামনের দিনগুলোতে তেমন ঠাণ্ডা না পড়লেও হিমালয় অঞ্চলে একটি ঘন কুয়াশা অবস্থান করছে। এ কুয়াশা শিগগিরই বাংলাদেশের উত্তরাঞ্চলে এসে পৌঁছবে। মোস্তফা কামাল পলাশ বলেন, এটা হয়তো শনিবার অথবা রোববারেও এসে পৌঁছতে পারে যদি না এর মধ্যে অন্য কোনো প্রক্রিয়া সক্রিয় হয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। বায়ু প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে এ ঘন কুয়াশা বাংলাদেশের উত্তরাঞ্চলে এসে পৌঁছতে পারে শনিবার।

স্যাটেলাইট ইমেজ অনুসারে, প্রচণ্ড ঠাণ্ডা বায়ু প্রবাহসংবলিত জেট স্ট্রিম বর্তমানে নেপালের ওপর অবস্থান করছে। এটা এক সময় এমন অবস্থানে ছিল যে মনে হচ্ছিল জানুয়ারির ২৫ থেকে তা বাংলাদেশে চলে আসবে। কিন্তু গত শুক্রবার দেখা গেছে জেট স্ট্রিম হঠাৎ আগের পথে নেই। তা আরো উত্তর দিকে সরে গেছে।

তবে সারা দেশের শীতের মাত্রা আগামী ৩০ জানুয়রি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর পশ্চিম দিকে আরব সাগরের অপেক্ষাকৃত উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাংলাদেশের আকাশে ধীরে ধীরে অবস্থান নিতে শুরু করবে। এটা উত্তর দিকের শীতল বায়ুকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেবে আরব সাগরের দিকে থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ বায়ু। এ রকম হলে বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই সরে যাচ্ছে শীত।

মোস্তফা কামাল বলেন, জেট স্ট্রিমের পথ উত্তর দিকে সরে যাওয়ার কারণে যতটুকু ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার কথা ছিল তা অপেক্ষা কম ঠাণ্ডা পড়বে বাংলাদেশে যদি না পরবর্তী সময়ে এর গতিপথ পরিবর্তন হয়ে না যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশে রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সাথে রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা অঞ্চলেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল রাজারহাটে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :

আরও পড়ুন


Logo