ফেনী
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শুকদেব নাথ তপন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ন সমন্বয়ক নির্বাচিত

 

 

স্টাফ রিপোর্টার- ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রাম মহানগর পরিষদের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় সভা শেষে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী।

28377665_413591692429042_3019697753752499552_n

পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দু ভৌমিক।

সভায় মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরীকে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক রনজিত দে, সাধারন সম্পাদক তাপস হোড়কে যুগ্ম সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক এডভোকেট নিতাই ঘোষকে সদস্য সচিব করে বিভাগের ১৩ জেলার সভাপতি ও সম্পাদক এবং বিভাগীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সদস্য করে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!