বিনোদন প্রতিবেদক-আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত ছবি মুক্তির জন্য ৮০টি সিনেমা হল বুকিং দেয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিল পরিবেশক সংস্থা ‘দ্য অভি কথাচিত্র।
সে সময় প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান অভি জানান, ‘হালদা’র মুক্তির জন্য ৮০টি হল মালিকের সঙ্গে পাকাপাকি কথা হয়ে গেছে।’ তবে মুক্তির দিন পর্যন্ত হলের সংখ্যা বেড়ে ৯০ ছাড়িয়ে যাবে বলে সে সময় তিনি আশা করেছিলেন।
অন্যদিকে, এই প্রথম সারা দেশের এতোগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত কোনো ছবি। গত বছর তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ছবিটি সারা দেশের মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছিল। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত অন্যান্য ছবিগুলোও খুবই কম সংখ্যক হলে দেখানো হয়েছিল। সেই হিসেব মতে, এবার ৯০টিরও বেশি হলে ছবি মুক্তি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তৌকীর আহমেদ।
ছবি মুক্তির আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বৃহৎ সিনেমা হলে ‘হালদা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ‘হালদা’ছবির সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
আজাদ বুলবুলের কাহিনিতে ‘হালদা’ ছবির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। ছবিটি প্রযোজনা করেছে আমরা ক’জন। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও রুনা খান প্রমুখ। ছবিটিতে জাহিদ হাসানকে প্রথমবারের মতো খলচরিত্রে এবং মোশাররফ করিমকে জেলের চরিত্রে দেখা যাবে।