ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

শেখ রাসেলের জন্মদিন আজ

 

স্টাফ রিপোর্টার -স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।


জন্মদিন উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচীর আয়োজন করেছে শিশু একাডেমী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দুপুর আড়াইটায় জেলা পরিষদ ভবনের শিশু একাডেমী কার্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে ক গ্রুপে ‘শেখ রাসেল’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে খ গ্রুপে ‘শেখ রাসেল আমাদের ভালোবাসা’, ৯ম থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে গ গ্রুপে ‘শিশুরা শান্তির দূত’, বিকাল ৩টা থেকে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে ক গ্রুপে ‘উম্মুক্ত’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে খ গ্রুপে ‘শেখ রাসেলের জন্মদিন’, ৯ম-১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে গ গ্রুপে ‘আমাদের ভাবনায় শেখ রাসেল’ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ‘উম্মুক্ত’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষে ড. সেলিম আল দীন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo