ফেনী
বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে -সেতুমন্ত্রী

ঢাকা অফিস-সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে। এখন সরকারের নীতি রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আর রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।
ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের স্রোতের সঙ্গে কতকিছু ঢুকে পড়েছে- তা আমরা এখনও জানি না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!