ফেনী
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯
, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের দুর্নীতির তদন্ত শুরু ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল! ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বন্যা প্রতিকারে ৮ দফা দাবি জানিয়ে ফেনীতে এবি পার্টির মানববন্ধন ফাজিলপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা-নগদ অর্থ বিতরণ  ৫৩ বছরেও তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতা 

সহদেবপুরে কলোনীতে সন্ত্রাসী হামলা,থানায় অভিযোগ

ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর সহদেবপুরে নুর ইসলাম হাজারী প্রকাশ ননু হাজারীর মালিকানাধীন কলোনিতে বুধবার ভোর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাড়াটিয়াদের মারধর করে কলোনি ছেড়ে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ার অভিযোগ উঠেছে এঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন ননু হাজারী। অভিযোগ সূত্রে জানা গেছে, সহদবেপুরের কামার বাড়ি রোডে ননু হাজারীর নামে একটি কলোনি রয়েছে। সেখানে প্রায় ৩০টি কক্ষ রয়েছে। এগুলোতে দেশের বিভিন্ন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ভাড়া থাকে। ঘটনার রাতে যে যার মতো ঘুমে ছিল। হঠাৎ গভীর রাতে দরজা, জানালা ও টিনশেড ঘরে কোপানোর আওয়াজ শুনে ঘুম ভাঙ্গে কলোনির ভাড়াটিয়াদের। এসময় তারা মুখোশ পরিহিত ২০/২৫ জন অস্ত্রধারীকে দেখতে পায়।তারা ভাড়াটিয়া নারী পুরুষদের মারধর করার পাশাপাশি সকালের মধ্যে কলোনি ছেড়ে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ওই সময় সন্ত্রাসীরা ননু হাজারীর কেয়ারটেকার আছিয়ার ছেলে রায়হানকে ব্যাপক মারধর করে। কেয়ারটেকার আছিয়া ও ভাড়াটিয়া রাজু সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা সবাই রামদা, কিরিচ ও ধারালো অস্ত্রধারী ছিল। তারা দরজা, জানালা ও ঘরের টিন কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কয়েকজনকে মারধর করে। তবে কালো মুখোশ পরা থাকায় সন্ত্রাসীদের কাউকে চেনা সম্ভব হয়নি।

ননু হাজারী সাংবাদিকদের জানান, তার কলোনি দখলের উদ্দেশ্যে কোন ভূমিদস্যু চক্র সময়ের সদ্ব্যবহার করছে। তিনি এ ব্যাপারে দেশের প্রচলিত আইনের উপর আস্থাশীল। তাই এ বিষয়ে প্রতিকারের জন্য ফেনী মডেল থানায় অভিযোগ দেয়ার পাশাপাশি র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। রাতেই ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি আলমগীর হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo