ফেনী
শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের জন্য অবাধওমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনীসহ সারা বিশ্বের সাংবাদিকদের জন্য অবাধ ও মুক্ত ভূমিকা পালনে সহায়ক পরিবেশ নিশ্চিতের দাবী জানিয়েছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।শনিবার  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, নাগরিকের সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক জবাবদিহির অপরিহার্য নিয়ামক হচ্ছে গণমাধ্যম।

এর অবাধ ভূমিকা পালন, বিশেষ করে কভিড-১৯ উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা খুবই জরুরী।তাই সংকটময় এই সময়টিতে সংবাদকর্মীদের পেশাগত ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাই।

একই সাথে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত ইস্যুতে সংবাদ প্রকাশের জের ধরে ফেনীর সাবেক এসপি জাহাঙ্গীর সরকারের রোষানলে মিথ্যা মামলার শিকার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ( দৈনিক ফেনীর সময় সম্পাদক) মোহাম্মদ শাহাদাত হোসেন,বর্তমান সাধারণ সম্পাদক( ফেনী রিপোর্ট সম্পাদক ও নিউজ টুডে/ দৈনিক অধিকার প্রতিনিধি)এস এম ইউসুফ আলী,ফেনী রিপোটার্স ইউনিটির কোষধ্যক্ষ (দৈনিক সময়ের আলো প্রতিনিধি) মাঈন উদ্দিন পাটোয়ারী,সাবেক সদস্য (বাংলা নিউজ ২৪,র স্টাফ রিপোর্টার/ ফেনী নিউজ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম ও অপর একটি ঘটনায় দৈনিক যুগান্তর / ৭১ টিভির ছাগলনাইয়া প্রতিনিধি, ফেনী অনলাইন প্রেস ইউনিটির সভাপতি(পাক্ষিক ছাগলনাইয়া/ছাগলনায়া. কম সম্পদক) জাহাঙ্গীর কবির লিটনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান ফেনী প্রেস ক্লাব নের্তৃেবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!