শহর সংবাদদাতা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম সাঈদ ইস্কান্দারের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে শহরের তাকিয়া মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এড মেজবাহ উদ্দিন খান, কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ইদ্রিস বর্তন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কফিল উদ্দিন মামুন, পরশুরাম উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল খায়ের লিটন, ফেনী সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন মঞ্জু, যুগ্ম আহ্বায়ক করিমুল হক সুমন, আলাউদ্দিন রুমন, সদস্য জিয়াউদ্দিন আহম্মেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।