করোনাকালীন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ফেনী শহরের রহমানিয়া ও নবী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকালে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ এ জরিমানা করেন।জানা গেছে, ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করোনাকালীন হোটেল খোলা রাখার নিয়ম লঙ্গণ ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে শহরের রহমানিয়া হোটেল এবং নবী হোটেলকে সংক্রামক (রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে প্রত্যেককে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে হোটেল পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।