চলতি প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। এরইমধ্যে বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। অডিওর পাশাপাশি চলচ্চিত্রেও করেছেন প্লে-ব্যাক। এদিকে লকডাউনেও ঘরবন্দি থেকে গানের রেওয়াজ চালিয়ে গেছেন তিনি। তবে এবার নতুন চমক নিয়ে আসছেন এ গায়িকা। সংগীতশিল্পী হিসেবে সবার কাছে পরিচিত হলেও কখনো কখনো টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবেও দেখা গেছে সিঁথি সাহাকে। গানের মতো উপস্থাপনায়ও প্রশংসা কুড়িয়েছেন। তবে গানটাকে বেশি প্রধান্য দেন তিনি।
এ কারণে নিয়মিত উপস্থাপনায় দেখা যায় না তাকে। এবার ছয় বছর পর আবারো উপস্থাপিকা হিসেবে টিভি পর্দায় আসছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানের নাম ‘সিঁথি’র অতিথি’। আজ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে। প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে এ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে বিশেষ আয়োজনে অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে। বেশ কয়েকটি সেগমেন্টে সাজানো এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় সংগীতশিল্পী অতিথি হিসেবে থাকবেন। সিঁথির সঙ্গে আড্ডায় করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনার কথা বলবেন তিনি। থাকবে মজার মজার প্রশ্নের এক কথায় উত্তর পর্ব। আড্ডার ফাঁকে কিছু গানও শোনা যাবে অতিথির কণ্ঠে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুল ইসলাম। সিঁথি বলেন, প্রায় ৬ বছর পর উপস্থাপনা করছি। তাও সংগীতবিষয়ক অনুষ্ঠান। তাই উচ্ছ্বাসটা একটু বেশি। এখানে আমার সংগীত অঙ্গনের প্রিয় মানুষেরাই অতিথি হয়ে আসবেন। এটা আমার জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ সিঁথির এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাপ্পা মজুমদার। এদিকে খুব শিগগিরই নতুন গান নিয়েও হাজির হবেন বলে জানান এ গায়িকা। সিঁথি বলেন, বেশকিছু গানের কাজ করা হয়েছে। সামনেও কিছু গানের কাজ করার কথা রয়েছে। এগুলো থেকে একটি করে গান প্রকাশ করতে চাই কিছু সময় পর পর। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার।