পরশুরাম প্রতিনিধি-পরশুরাম সিরাজিয়া ইসলামিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃর্তী শিক্ষাথী সংবর্ধনা শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধক ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মোতাহের হোসেন চৌধুরী স্বপন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম, কাউন্সিলর কামাল উদ্দিন, এনামুল এনাম, উপজেলা যুবলীগের সভাপতি মো ইয়াছিন শরীপ মজুমদার, যুবলীগ নেতা একরামুল হক পিয়াস প্রমুখ।
সভাপতিত্ব করেন মাদ্রাসার অভিভাবক সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান ও পরিচালনা করেন শামছুল আলম শাকিল।