দাগনভুঞা প্রতিনিধি-দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুল পরিদর্শন চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, বিপিএম, পিপিএম। শনিবার দুপুরে ইউনিয়নের ওমরপুর গ্রামস্থ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় স্কুলের সভাপতি ও জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার ইসলাম, দাগনভুঞা পৌর মেয়র ওমর ফারুক খান, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, জহুর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাংবাদিক বখতেয়ার মুন্না, সদস্য সাবিনা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, বিপিএম, পিপিএমকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।