সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের বহদ্দারহাট এলাকা থেকে রবিবার রাতে অস্ত্র-গুলিসহ সিরাজুল ইসলাম (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও তালিকাভূক্ত ডাকাত।
সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ১১টার সময় ৮/১০জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের বহদ্দারহাট এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পুলিশ সিরাজুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দোনালা বন্দুক, ২ রাউন্ড গুলি, একটি চোরা, ১শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।