সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীতে একাধিক মামলার পলাতক আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী মেজবাহ উদ্দিন ফারুক ওরফে বুলেট ফাহিম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের কমান্ডার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি বুলেট ফাহিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জনান, বুলেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ অংসখ্য অপকর্মের অভিযোগ রয়েছে।