সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে গৃহবধুর শ্লীলতাহানী ও এক যুবককে মারধরের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম রাসেল সহ দুই যুবলীগ নেতাকে গতকাল শনিবার বিকালে উপজেলার উত্তর চর সাহাভিকারী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের ্উত্তর চর সাহাভিকারী গ্রামের কাজীর হাট স্লুইস গেট এলাকায় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর এলাকা থেকে মাকসুদা আক্তার নামে এক গৃহবধু তার খালাতো ভাই আবুল কালামের সঙ্গে বেড়াতে আসেন। পরে তারা নদী পার হওয়ার জন্য নৌকায় ওঠেন। এসময় উত্তর চর সাহাভিকারী গ্রামের ১নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম রাসেল (২৬) ও যুবলীগ নেতা এমরান হোসেন (২৫) নৌকায় গিয়ে ওই গৃহবধু ও তার খালাতো ভাইকে জোর করে নৌকা থেকে নামিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে আটক করে মারধর করতে থাকে। প্রতিবাদ করলে মহিলাকে তারা অনৈতিক কর্মকান্ডের অপবাদ দিয়ে বিশ হাজার টাকা চাঁদাদাবী করে এবং মারধর করে তার সঙ্গে থাকা একটি স্বর্ণের চেইন, কানের দুল, ২টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। দীর্ঘ তিন ঘন্টা আটক রাখার পর দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার কথা বলে তারা দুজন ছাড়া পান। এ ঘটনায় রাতে গৃহবধু মাকসুদা আক্তার বাদি হয়ে আবদুল কাইয়ুম রাসেল (২৬) এমরান হোসেন (২৫) নামে দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির গৃহবধুর শ্লীলতাহানী ও মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চর দরবেশ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বলেন, আব্দুল কাইয়ুম চর সাহাভিকারী ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও এমরান হোসেন যুবলীগ কর্মী। তাদের গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। তবে কি কারণে তারা গ্রেফতার হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।