সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চরসাহাপুর গ্রামে মুহুরী প্রকল্প সংলগ্ন রবিবার দুপুরে ১৮ বছরের শারীরিক প্রতিবন্ধি তরুনীকে শ্লীলতাহানি করেছে ভ্যান চালক মো. সেলিম। স্থানীয়রা বখাটে ভ্যান চালককে আটক করে ৫০ হাজার টাকায় রফাদফা করে ছেড়ে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর সাহাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি ওই তরুনীকে ঘরে রেখে বাবার সঙ্গে তার মা মাঠে ধান মাড়ায়ের কাজ করতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না আসায় ঘাস কিনার কথা বলে চর সোনাপুর গ্রামের ভ্যান চালক মো. সেলিম (৩৮) ওই বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় বখাটে সেলিম ঘরে ডুকে তরুনীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করাসহ ধর্ষণের চেষ্টা করে। এসময় তরুনীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে সেলিমকে হাতেনাতে আটক করে রাখে। পরে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য গেদু মিয়া ভূঁঞা ও সমাজের পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুর আলমসহ কমিটির সদস্যদের ডেকে এনে সালিশি বৈঠক বসায়। বৈঠকে বখাটে সেলিম দোষ স্বীকার করলে সালিশদাররা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়।