ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫১
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

সোনাগাজীতে তরুণী শ্লীলতাহানির ঘটনা ৫০ হাজার টাকায় রফাদফা !

 
সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চরসাহাপুর গ্রামে মুহুরী প্রকল্প সংলগ্ন রবিবার দুপুরে ১৮ বছরের শারীরিক প্রতিবন্ধি তরুনীকে শ্লীলতাহানি করেছে ভ্যান চালক মো. সেলিম। স্থানীয়রা বখাটে ভ্যান চালককে আটক করে ৫০ হাজার টাকায় রফাদফা করে ছেড়ে দেয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর সাহাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি ওই তরুনীকে ঘরে রেখে বাবার সঙ্গে তার মা মাঠে ধান মাড়ায়ের কাজ করতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না আসায় ঘাস কিনার কথা বলে চর সোনাপুর গ্রামের ভ্যান চালক মো. সেলিম (৩৮) ওই বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় বখাটে সেলিম ঘরে ডুকে তরুনীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করাসহ ধর্ষণের চেষ্টা করে। এসময় তরুনীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে সেলিমকে হাতেনাতে আটক করে রাখে। পরে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য গেদু মিয়া ভূঁঞা ও সমাজের পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুর আলমসহ কমিটির সদস্যদের ডেকে এনে সালিশি বৈঠক বসায়। বৈঠকে বখাটে সেলিম দোষ স্বীকার করলে সালিশদাররা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo