সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চর খোন্দকার গ্রামের ফকির আহম্মদের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শুক্রবার সকালে দুই বছরের কন্যা শিশু বিবি মরিয়মকে ঘরে রেখে মা শারমিন আক্তার রান্না ঘরে ভাত রাদতে গিয়ে ছিলেন। শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলা করতে ছিল। মা রান্নার কাজ শেষ করে তাকে না দেখে খুঁজতে থাকেন। দীর্ঘ এক ঘন্টা বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তিনি কাঁদতে কাঁদেতে পুকুরে গিয়ে দেখতে পান শিশুটি পানিতে ভাসছে। পানি থেকে তুলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।