সোনাগাজীতে শামছুল হক (৪০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার চরকৃষ্ণজয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার কামালা উদ্দিনের ছেলে।পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে অভিযানে চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামছুল হককে উপজেলার চরকৃষ্ণজয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামছুল হক হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। এছাড়ার তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় আরও ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।