আব্দুল্লাহ রিয়েল-রোববার রাতে সোনাগাজী সরকারি হাসপাতাল প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে মার্কেটের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায় ও ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেন।
জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টায় মার্কেটের হারিছ মিয়ার লেপ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত সময়ের মধ্যে পাশ্ববর্তী রুস্তম আলীর চাউলের আড়ৎ , হুদনের কুলিং কর্নার ও প্রি ক্যাডেট স্কুলের ৮ টি কক্ষের আসবাবপত্র ও ২০১৮ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইসহ স্কুলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেন। আগুন নিয়ন্ত্রনে এলাকাবাসী ও দমকলবাহিনীর সদস্যরা তড়িৎ প্রদক্ষেপ গ্রহণ করায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে পাশের ব্যবসায়ীরা রক্ষা পেয়েছেন।