সোনাগাজীতে ৭১ টিভির স্টিকার যুক্ত মাইক্রোবাসে পাওয়া গেল সাড়ে ১১হাজার ৮৩০ পিস ইয়াবা। রোববার রাত সাড়ে ৮টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের ল²ীপুর এলাকার ডা. নুরুল করিমের ফার্মেসীর সামনে ৭১ টিভির স্টিকার যুক্ত মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চালক মো.মনজুর আলম মঞ্জু (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব।ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ঢাকাগামী মহাসড়কের লালপুলস্থ চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশী চালায়। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস চেকপোষ্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় র্যাব গাড়িটি দাওয়া করে লক্ষিপুর এলাকার ডা. নুরুল করিমের ফার্মেসীর সামনে আটক করে। পরে গাড়িটি তল্লাশী করে ৬০টি নীল রংয়ের বায়ুরোধ পলিপ্যাক থেকে ১১ হাজার ৮শ ৩০টি ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় চালক মনজুর আলম মঞ্জুকে গ্রেফতার করা হয়। মনজুর দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মো. গোলাম রহমানের ছেলে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৯ লাখ ১৫ হাজার ও জব্দকৃত মাইক্রোবাসটির মূল্য ২০ লাখ টাকা। পরে গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।