স্টাফ রিপোর্টার-সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে ফেনী-৩ আসনের আওয়ামীলীগের এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।শুক্রবার রাতেও নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও আহম্মদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।শনিবার বিকালে চরছান্দিয়া ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জানা যায়,আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেন।এর অংশ হিসেবে ২৭ ডিসেম্বর থেকে সোনাগাজী পৌর এলাকা, মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা,মতিগঞ্জ বাস স্ট্রান্ড, আমিরাবাদের সোনাপুর,নবাবপুরের রঘুনাথপুর- আহম্মদপুর ও মহাদিয়াসহ সব ইউনিয়নের প্রায় গ্রামে কম্বল বিতরণ করেন তিনি।যা বর্তমানেও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এসময় সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন,নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন,মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল,চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান,শুধু নির্বাচনকে সামনে রেখে জনগণ ও দলীয় নেতাকর্মীদের কল্যাণে কাজ করার চেয়ে সব সময় কাজ করে যেতে চাই।যা আগেও করে আসছি।ফলে দলীয় নেতাকর্মী ও জনগণ এসব অনুষ্টানে ব্যাপক সাড়া দিয়েছে।