স্টাফ রিপোর্টার-আগামী ২০১৯ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন উৎসাহ-অনুপ্রেরণা যোগাতে স্টার লাইন স্পেশাল পরিবহনে সংযোজিত নতুন ডিজাইনের বাসগুলোর উদ্বোধন করা হবে। আগামীকাল ১ অক্টোবর রবিবার বিকালে এসএসকে রোডস্থ স্টার লাইন কমপ্লেক্সে এ উপলক্ষে জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফিতা কেটে বাসগুলোর উদ্বোধন করবেন।
ফেনী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো: গোলাম নবী,সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রিকেট খেলোয়াড়, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, দেশের ক্রিকেটের অবস্থানকে এবং দেশের ক্রিকেট খেলোয়াড়দের সমর্থনে স্টার লাইন গ্রুপের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটাররা বর্তমানের মত সর্বস্তরের মানুষের উৎসাহ ও ভালবাসা পেতে থাকলে নিশ্চয়ই বিশ্বক্রিকেট ইতিহাসে বাংলাদেশ অনন্য এক স্থান দখলে রাখতে সক্ষম হবে।
স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জানান, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল সুন্দর খেলা উপহার দিয়ে দেশবাসীকে উজ্জীবিত করবে সে লক্ষ্যে জাতীয় ক্রিকেট দলের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারের সাথে সামঞ্জস্য রেখে হলুদ ও কালো ডোরাকাটা ছোপে রাঙানো হয়েছে বাসগুলো। এতে সংযোজন করা হয়েছে স্লোগানও। ‘টাইগাররা খেলছে বেশ, বিশ্বকাপ জিতবে বাংলাদেশ’- ক্রিকেটারদের উৎসাহ বৃদ্ধি ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থান শক্ত ও মজবুত করে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে সেটা সবার কাম্য। তাই ক্রিকেটারদের উৎসাহ যোগাতে পুরো দেশের সাথে আছে স্টার লাইন গ্রুপ। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ দল সকলের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাহী পরিচালক বলেন, শুধু ব্যবসা নয়, দেশ ও সমাজের কল্যানে সব সময় পাশে থাকবে স্টার লাইন গ্রুপ।