স্টাফ রিপোর্টার-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বহরে গণমাধ্যম কর্মীদের গাড়ীতে হামলা ও বাসে অগ্নি সংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। একটি মামলায় ছাত্রল নেতা জাকির হোসেন রিয়াদসহ ২৯ জনের নাম উল্লেখ করে দুই মামলায় অজ্ঞাত নামাসহ ১০৪ জনকে আসামী করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলীতে খালেদা জিয়ার গাড়ি বহরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশের কোর্ট পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করে বিএনপির দলীয় অন্ত: কোন্দলের ফলে যে কোন একটি গ্রুপের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী অথবা অনুরূপ কোন দুষ্কৃতিকারী সাংবাদিকদের আক্রমন ও গাড়ি ভাংচুরের সাথে জড়িত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
অন্যদিকে গত মঙ্গলবার বিকালে ফেনীর মহিপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীকে প্রধান আসামী করে ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০জনকে আসামী করে একটি মামলা দায়ের করে পুলিশ। বুধবার বিকালে ফেনী মডেল থানার এসআই নুরুল হক বাদী হয়ে এ মামলা ্দায়ের করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশে খান চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।