ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীর সময় আয়োজিত ‘হৃদয়ে মুক্তিযুদ্ধ’ আলোচনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দৈনিক ফেনীর সময় এর আয়োজনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা ‘হৃদয়ে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তারা বলেন, স্বাধীনতার এত বছরেও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা না করতে পারা সত্যি দু:খজনক। এ সুযোগেই বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অনেক রাজাকাররাও মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছে। তারা বহাল তবিয়তে সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। অপরদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাগণ নানা অজুহাতে রাষ্ট্রিয় মর্যাদা এমনকি সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছেন। এ লজ্জা আমাদের সবার।
বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে বলেন, মূলত বায়ান্নের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীজ বপন করা হয়। যার সফল সমাপ্তি হয় ৭১ এর ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জনের মধ্য দিয়ে। এতে করে বাংলাদেশ পাকিস্তানী শোষনমুক্ত হলেও এখনো পুরোপুরি শোষনমুক্ত হয়নি। তারা বলেন, এক সাগর রক্তে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য স্বীয় দায়িত্ব পালন করতে হবে।
সোমবার বিকালে পত্রিকাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, জেলা দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, মুক্তিযুদ্ধকালীন গেরিলা বাহিনীর কমান্ডার মীর হোসেন ভূঞা, মুুক্তিযুদ্ধকালীন মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুুটি ক্যাম্প চীফ ও খাজা আহমদ পরিষদের সভাপতি মোস্তফা হোসেন, পরশুরামের পশ্চিম অলকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করিম, সোনাগাজীর সেনেরখিলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নশু, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এডভোকেট ফয়েজুল হক মিল্কী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আমিনুল ইসলাম হাজারী রূপক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!