বিশেষ সংবাদদাতা-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী জানুয়ারি মাসে রাজধানী ঢাকার অদূরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।
তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন নেই, সেসব দেশ থেকে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় আসতে চাইলে তাদের শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা দেয়া হবে।
বিশ্ব ইজতেমা নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বেলা ২টা থেকে শুরু হয়ে পৌনে ৪টা পর্যন্ত ওই বৈঠক চলে। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেন।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, আনসারের মহাপরিচালকসহ (ডিজি) বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন, তা আমরা করেছি। বিশেষ করে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইজতেমা শুরুর সাত দিন আগে ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়া হবে। বিভাগ অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। কোন কোন জেলার পার্কিং স্থান কোথায় কোথায় থাকবে তাও জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, ইজতেমা প্রাঙ্গনে পুলিশের পাশাপাশি র্যাব, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বসে নিরাপত্তা দেখভাল করবেন। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ কক্ষের সাথে সমন্বয় করে কাজ করবেন।