শহর প্রতিনিধি-ফেনীর পৃথক ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, পরশুরামের দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে শুন্য পদ হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর এ তিন ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র দাখিলের শেষ ২৭ নভেম্বর, যাচাই-বাচাই ২৯ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
এর আগে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য মৃত্যবরণ করায় ওই দুটি পদশুন্য ঘোষণা করে। অন্যদিকে পরশুরামের দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার চাকরির সুবাধে অন্যত্র চলে যাওয়ায় ওই ওয়ার্ডটিও শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।