শহর প্রতিনিধি-৪ জানুয়ারী ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।